No title

 কোন অ্যাপ দিয়ে টাকা আয় করা যায়?

মোবাইল অ্যাপ্স দিয়ে ইনকাম করা যায়, তবে মোবাইল দিয়ে ইনকাম করার রাস্তায় না যাওয়াই ভালো । আপনি আজকে যেই অ্যাপসটি দিয়ে ইনকাম করবেন কালকে সেই অ্যাপটি বন্ধ হয়ে যেতে পারে, আপনি যে অ্যাপ দিয়ে কাজ করবেন সেই এপস টি যে কালকে বন্ধ হয়ে যাবে না এরম গ্যারান্টি কেউ কিন্তু আপনাকে দিতে পারবে না । আমার জীবনে দেখা বেশিরভাগ মোবাইল অ্যাপস কয়েকদিন কাজ করিয়ে নেয় কয়েকদিন ইনকাম দেয় তারপরে সেটা বন্ধ হয়ে যায়। কেননা ৮০% মোবাইল অ্যাপসের মালিকি ইনকাম করে গুগল এডসেন্স দিয়ে। প্রথম যখন এই অ্যাপসটি লঞ্চ করে তখন শুধুমাত্র এই ইনকামের রাস্তা টা বলে দেয়। তারপরে সেই অ্যাপটি যখন রানিং হয়ে যায় সবাই যখন ব্যবহার করতে শুরু করে তারপর থেকে আর কোনো রকম পেমেন্ট দেয় না । এছাড়াও আরো কিছু ঘটনা রয়েছে কিছু কিছু অ্যাপস শুধুমাত্র অ্যাডে ক্লিক করিয়ে নেয় এবং গুগল এডসেন্স এর নিয়ম অনুসারে সেই এ্যাডসেন্স অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে যায়। ফলে সেই অ্যাপস এর মালিক কোন রকম ইনকাম করতে পারে না এর জন্য আপনাকে কোন রকম ইনকাম দেয় না এবং আপনি যেটি ইনকাম করবেন সেটা সামান্য মাত্র কিছু পয়সার অর্থাৎ সারাদিন যদি কাজ করেন খুব বেশি হলে আপনি 50 থেকে 100 টাকা ইনকাম করবেন। এটাও খুব বেশি হয়ে গেল । বেশিরভাগ অ্যাপ্সের যেটা হয় যে কারণে আপনাকে পেমেন্ট দিতে পারে না বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আপনাকে এড এ ক্লিক করতে বলে এবং অতিরিক্ত অ্যাডে ক্লিক হওয়ার পরে ফলে গুগোল অ্যাডসেন্সে অ্যাকাউন্ট ব্যান করে দেয়। এর ফলে আপনার অ্যাপ্স এর ইনকাম এখানেই শেষ তাই আপনাকে বলছি অ্যাপস এর পিছনে না ছুটে কোন একটা স্কিলের পেছনে ছুটুন অ্যাপ্সের ইনকাম করার আশাবাদ দেন এবং কোন একটা স্কিল কে নিজের আয়ত্বে নিয়ে আসুন স্কিল কে কাজে লাগিয়ে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন।

ফ্রিল্যান্সিং বর্তমানে সবচেয়ে জনপ্রিয় একটি পেশা সারা বিশ্বের মধ্যে সবচেয়ে জনপ্রিয় পেশা হয়ে উঠেছে ফ্রিল্যান্সিং আপনি যেকোন ধরনের স্কিল শিখতে পারেন ওয়েব ডেভলপমেন্ট অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট অথবা যেকোনো ধরনের আপনি স্কিল শিখতে পারেন । আপনি যেকোন ধরনের স্কিলই শিখুন না কেন সেই স্কুলের উপর থেকে আপনি একটা না একটা জব থেকে পেয়ে যাবেন। তাই আপনাকে আমি আবারও বলছি কখনোই কোন অ্যাপসের ইনকামের পিছনে ছুটবেন না, কখনো অ্যাপস নিয়ে বেশি মাথা ঘামাবেন না, অ্যাপস এর পিছনে না ছুটে আপনি শিখুন কিভাবে সেই অ্যাপটি বানাতে হয় কিভাবে সেই অ্যাপসটি বানায় সেটা শিখুন

Post a Comment (0)
Previous Post Next Post