শুকরিয়া আল্লাহ পাকের কাছে, আমাকে এই রকম বন্ধু মহল দেওয়ার জন্য। অনেক আগের কথা, এখানে না বললে নয়, আমার এমন পরিস্তিতি হয়েছিল, বন্ধুদের প্রতি আত্তবিশ্বাস মোঠেও ছিল না। মনে হত সবই স্বার্থপর, নিজের জন্য বা বিপদে আপদে কাউকে পাইনি বলে ক্ষুদ্র মনে হত।
কিন্তু এখন মনে হয় আশা আত্তবিশ্বাস সব কিছু মিলিয়ে আজ আমি অনেক বড়। বড় আমি একা নয় আমাদের ফ্রেন্ডস ষ্টাফ সব্বাই বড়। তাই আর আমি একা নয়, আমি দশের একজন। আলহামদুলিল্লাহ,
তোমরা ভাবছ সামান্য সেলিব্রেট নিয়ে এত কিছু, তোমাদের ভাবা আর চিন্তার কোন কারন নেই। কারন এটা নিজের অনুভুতি আর বন্ধুত্বসুলভ মধুর মহল।
শুকুরিয়া তোমার প্রভু। তুমি আমাদের ছোট্ট জিবনের প্রতিটি মুহুর্ত আমরা যেন একে অপরের সাথে মিলে মিশে থাকার তৌফিক দেন আর বন্ধুত্ব মহল যেন মজবুত হয়, একে অন্যর সকল মনোভাব যেন বুজতে পারি ।।। আমিন আল্লাহুমা আমিন।
ব্রি: দ্র: মিস ৩টা সান্ডু বান্ডু,,সাল্লু,এমদা,ও দিদা
আর মিস করার মত আরো অনেক।।।
Post a Comment